ঢাবি ক্যাম্পাস হবে আরও প্রাণবন্ত—
খাবার, পাঠকক্ষ, কমনরুমে নতুনত্ব
চেমন ফারিয়া ইসলাম মেঘলা — সংগীত বিভাগ (মাস্টার্স) ।
ডাকসু কেন্দ্রীয় সংসদ ২০২৫ নির্বাচন —
পদ প্রার্থী: কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক।

রিডিং রুম
-
🔎
ডিজিটাল লাইব্রেরি অ্যাপসব বইয়ের তালিকা দেখা, Slot Booking
-
🧪
Q1 জার্নালসে সহজ অ্যাক্সেসআন্তর্জাতিক জার্নাল, ই-রিসোর্স, সাইটেশন টুল
কমন রুম
-
🛠️
আধুনিক কমনরুম সুবিধাAC Newspaper Indoor Games পরিচ্ছন্ন ওয়াশরুম নামাজের জায়গা
ক্যাফেটেরিয়া
-
🛒
স্টুডেন্ট পরিচালিত ফুডকার্টউদ্যোক্তা উদ্যোগ + সাশ্রয়ী মানসম্মত খাবার
-
🏫
নতুন ক্যান্টিন লোকেশনSocial Science Law Faculty Curzon Mokarram
-
🍩
টিএসসি ক্যাফেটেরিয়ায় উল্লেখযোগ্য আপগ্রেডসার্বক্ষণিক স্ন্যাকস + কনফেকশনারি
আমার পরিচয়
আমি চেমন ফারিয়া ইসলাম মেঘলা, ২০১৮-১৯ সেশন, সংগীত বিভাগ, রোকেয়া হল, নিজ জেলা: কুড়িগ্রাম, এবারের ডাকসুতে কেন্দ্রীয় সংসদে লড়ছি কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনয়নে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পা রাখার মুহূর্তটি ছিল আমার জীবনের এক গভীর আবেগের অভিজ্ঞতা। রোকেয়া হলে প্রথম রাতেই মনে হয়েছিল, এতো বড় জায়গায় আমি কী করতে পারি? কিন্তু সময়ের সঙ্গে সেই প্রশ্নের উত্তর আমি পেয়েছি—প্রতিবাদ, দায়িত্ব ও নেতৃত্বের মধ্য দিয়ে। প্রথম বর্ষেই রোকেয়া হলে সিট সংকটের বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। ফলশ্রুতিতে হলে ১০০ মেয়ের সিটের ব্যবস্থা করতে পেরেছিলাম। এরপর সংগঠক হিসেবে কাজ করেছি, নেতৃত্ব গ্রহণ করেছি। ব্যান্ড সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২২টি কনসার্ট আয়োজন, ইউনিসেফের সহযোগিতায় শিশুদের স্কুল পরিচালনা, স্টুডেন্টদের মেন্টাল হেলথ কাউন্সেলিং সেবা 'অহনা' চালু করেছি, জুলাই আন্দোলনে মঞ্চে উঠে গেয়েছি রবি ঠাকুরের 'মুক্ত করো ভয়', আন্দোলনের পক্ষে নিউজ পাস করেছি আন্তজার্তিক মিডিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরগানাইজার হিসেবে আমি কতটুকু কাজ করেছি তা আপনারা ভোটার হিসেবে অবশ্যই মূল্যায়ন করবেন, সেই কনফিডেন্স আমার আছে।
📜 ইশতেহার
ক্যাফেটেরিয়াসমূহের মানোন্নয়ন
-
✓
অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে টিএসসি, ডাকসু ও অন্যান্য ক্যাফেটেরিয়াসমূহের আধুনিকায়ন।
-
✓
সার্বক্ষণিক স্ন্যাকস ও কনফেকশনারির সরবরাহ নিশ্চিত করে টিএসসি ক্যাফেটেরিয়াকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার উদ্যোগ গ্রহণ।
-
✓
টিএসসি ও ডাকসু ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়ন এবং সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার প্রাপ্তি নিশ্চিত করা।
-
✓
সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, মোকাররম ভবন ও কার্জন হলে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন খাবারের প্রাপ্তিতা নিশ্চিত করতে ক্যাফেটেরিয়া স্থাপন।
-
✓
হাকিম চত্ত্বর, ছেলেদের হলপাড়া ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে শিক্ষার্থীদের পরিচালনায় ফুডকার্ট চালু করা যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানসম্মত খাবারের অপ্রতুলতা কমাবে এবং একইসাথে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
-
✓
শিক্ষার্থীদের ফিডব্যাকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাফেটেরিয়া ও খাবারের দোকানে প্রাপ্ত খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
-
✓
প্রতিটি ক্যাফেটেরিয়ায় হাইজিন মেইনটেনেন্স নিশ্চিত করতে পর্যবেক্ষণ কমিটি গঠনের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও স্যানিটেশন অডিট চালু করা।
লাইব্রেরী ও পাঠকক্ষসমূহের সার্বিক উন্নয়ন
-
✓
ডিজিটাল লাইব্রেরি অ্যাপ চালু করা হবে, যাতে সব বইয়ের তালিকা সহজে দেখা যায় এবং পড়াশোনার জন্য স্লট বুক করা যায়।
-
✓
শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক জার্নাল, সফটওয়্যার ও অন্যান্য ডিজিটাল টুলস-এর সাবস্ক্রিপশন নিশ্চিত করা।
-
✓
সিকিউরিটি বৃদ্ধির মাধ্যমে লাইব্রেরিতে নিরাপদ সাইকেল পার্কিং নিশ্চিত করা।
-
✓
নিয়মিত তদারকির মাধ্যমে লাইব্রেরী ও পাঠকক্ষসমূহের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত কর।
-
✓
প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে লাইব্রেরী ও পাঠকক্ষসমূহে পর্যাপ্ত আলো ও ভেন্টিলেশন নিশ্চিত করা ও আসনসংখ্যা বৃদ্ধি করা।
-
✓
লাইব্রেরীসমূহে ছাত্রী ও ছাত্র উভয়ের জন্য পৃথক ‘রিডিং স্পেস’ এবং ‘সাইলেন্ট স্টাডি জোন’ এর ব্যবস্থা করা।
-
✓
নতুন বই, গবেষণামূলক ম্যাগাজিন, ই-বুক ও অডিও-বুক এর প্রাপ্তিতা নিশ্চিত করা।
-
✓
বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই, অডিও বই ও সহায়ক প্রযুক্তি নিশ্চিত করা।
-
✓
লাইব্রেরীসমূহে কম্পিউটার, প্রিন্টিং, স্ক্যানিং ও ফটোকপি সুবিধার সম্প্রসারণ।
শিক্ষার্থীবান্ধব কমনরুম ও নিরাপদ স্পেস সৃষ্টি
-
✓
অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে সকল হলে কমনরুম ও গেমস রুমের আধুনিকায়ন।
-
✓
স্যানিটারি প্যাড, ফার্স্ট এইড বক্স, হাইজিন কিট ও জরুরি ঔষধের প্রাপ্তিতা নিশ্চিত করতে ছাত্রী কমনরুমসমূহে ‘হাইজিন কর্নার’ স্থাপন করা।
-
✓
ছাত্রীদের কমনরুমে নামাজের সুব্যবস্থা এবং সার্বক্ষণিক পরিচ্ছন্ন ওয়াশরুম নিশ্চিত করা হবে।
-
✓
সব কমনরুমে ওয়াইফাই, ফ্যান, এসি ও পত্রিকার ব্যবস্থা নিশ্চিত করা।
-
✓
ক্লাব, ডিবেট, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিত করা।
-
✓
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও বিশ্রামের জন্য ‘রিল্যাক্সেশন কর্নার’ এর ব্যবস্থা করা।
-
✓
কমনরুমে সার্বক্ষণিক নিরাপদ পানি ও হালকা স্ন্যাকসের প্রাপ্তিতা নিশ্চিত করা।